Wednesday, September 14, 2011

মহিমান্বিত রাত : লাইলাতুল ক্বদর (শুধু ২৭ রমাজান কে মানা কেন ঠিক নয়)।

মহিমান্বিত রাত : লাইলাতুল ক্বদর (শুধু ২৭ রমাজান কে মানা কেন ঠিক নয়)।

লিখেছেন josim eyameen ৩০ অগাস্ট ২০১০

• [লাইল=রাত]: সূর্যাস্ত থেকে সুবহে সাদিক পর্যন্ত সময়কে বোঝায়|

• [ক্বদর=ক্ষমতা]: ক্বদর শব্দটি অনেকগুলো অর্থ বহন করে যেমন সম্মান,
শ্রদ্ধা, প্রশান্তি, বিচার এবং ক্ষমতা বা শক্তি| রমজানুল মুবারকের এই বিশেষ
রাতের নামের বিভিন্ন ব্যখ্যা দিয়েছেন বিভিন্ন আলেম ওলামাগণ| তেমনি কিছু
ব্যখ্যা এখানে তুলে ধরা হলো:

১. সম্মান, শ্রদ্ধা ও প্রশংসা:

এই ব্যখ্যাটি খুব স্পষ্ট এবং বোধগম্য কারণ এটি সেই রাত যে রাতে
আল-কুরআন নাযিল হওয়া শুরু হয়, এটিই সেই রাত যে রাতে নবী করিম সাল্লাল্লাহু
আ’লাইহি ওয়া সাল্লাম নবুয়ত পান| কেউ কেউ বলেন যে ব্যক্তি এই রাতে আল্লাহর
কাছে একান্তভাবে অন্তর দিয়ে প্রার্থনা করে সে সম্মানিত হয় কারণ আল্লাহ
সুবহানা ওয়া তায়ালা তার মর্যাদা বাড়িয়ে দেন| এই এক রাতের ইবাদাত হাজার মাসের ইবাদাতের সমান কিংবা এর চেয়েও বেশি।(সুরা-ক্বদর)

দৃষ্টান্ত: মুসলিম হিসেবে আমাদের সম্মানবোধ করা উচিত কারণ এই রাতে
আল-কুরআন প্রেরিত হয়েছে এবং সর্বশেষ নবী(সা কে নবুয়ত দেয়া হয়েছে| আবার, এই
রাতেই জন্ম হয় এক নতুন জাতির(মুসলিম); আমরা যে জাতির গর্বিত অংশীদার|
কিন্তু....সত্যিই কি আমরা এই জাতির অংশীদার? সত্যিই কি আমরা মুসলিম? কি
অবস্থা আমদের ঈমানের? আমরাকি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল দিক থেকে
ইসলাম কে জানছি? মানার চেষ্টা করছি? কখনো কি আল্লাহ কে ধন্যবাদ দিয়েছি এই
পবিত্র জাতির মাঝে আমাদের প্রেরণ করার জন্য? আমাদের চলাফেরা, উঠাবসা,
কথাবার্তা কি আমাদের বিনম্রতা প্রকাশ করে? আমরা কি লাইলাতুল ক্বদর এর মহত্ব
অনুভব করতে পারি? আমরা কি চাইনা সম্মানিত হতে? যদি সত্যিই চেয়ে থাকি
তাহলে আল্লাহ সুবহানা ওয়া তায়ালার কাছ থেকে এই রাতের থেকে সবটুকু ক্ষমা,
করুনা, দয়া আর মর্যাদা আদায় করে নেই শুধুমাত্র তার ইবাদাতের মাধ্যমে|

২. যা অর্জন করা কঠিন:

রমজানের ঠিক কোন দিনটি লাইলাতুল ক্বদর এটা মানুষের জ্ঞানের ভেতরে
দেয়া হয়নি; এটিকে অর্জন করার একমাত্র উপায় হলো শেষ দশ দিনের প্রতিটি বিজোর রাতে এর অন্বেষণ করা (বুখারি, মুসলিম)| বলা হয়ে থাকে যে এই রাতে পৃথিবী মালাইকা(ফেরেশতা)দের উপস্থিতি দ্বারাপূর্ণ হয়ে থাকে (সুরা ক্বদর)|

দৃষ্টান্ত: আমরা কোন জিনিসটাকে লুকিয়ে রাখতে চাই? সবচেয়ে দামি,
মূল্যবান জিনিসকে আমরা সবসময় সবার একটু আড়ালে রাখি; অন্যকথায় বলা যায় কোনো
কিছুকে লুকিয়ে রাখা তার অন্তর্নিহিত মূল্য বা তাৎপর্যকে নির্দেশ করে যেমন
আমরা সোনা-গহনা লুকিয়ে রাখি আলমারির মাঝে| ঠিক তেমনি এই মহিমান্বিত রাতকে
শেষ দশ রমজানের মাঝে লুকিয়ে রাখা হয়েছে আর যে এই রাতের সঠিক তাৎপর্যকে
অনুভব করে ও বোঝে সে অবশ্যই তার সবটুকু দিয়ে প্রতিটি রাতে এর অন্বেষণ করে ও
এই রাতের লুকানো গুপ্তধন খুঁজে বের করে আনে|

এই রাতের কিছু বৈশিষ্ট:
লাইলাতুল ক্বদর কখন হয়?
লাইলাতুল ক্বদর রমজানুল মুবারকের শেষ দশ রাতের মাঝে রয়েছে| নবী
করিম সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেন “আমি ক্বদরের রাতের
প্রত্যক্ষদর্শী, পরে এটি ঠিক কোন রাত ছিলো তা ভুলে যাই| তবে এটি (রমজানের)
শেষ দশ রাতের মাঝে সংঘটিত হয়|” (ইবনে হিব্বান)


রাতের কিছু লক্ষণ:
• এই রাত খুব শান্তপ্রকৃতির বা নিবিড়| নবী করিম সাল্লাল্লাহু আ’লাইহি
ওয়া সাল্লাম বলেন “এই মহিমান্বিত রাত খুব কোমল হয়, এটি খুব গরম বা ঠান্ডা
হয়না|” (ইবনে খুজাইমাহ, সহীহ)
• এই রাতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন যা গুনে শেষ করা সম্ভব না| নবী করিম
সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেন “এই রাতে উপস্থিত ফেরেশতাদের
সংখ্যা গুনে শেষ করা যাবে না|” (ইবনে খুজাইমাহ, হাসান সহীহ)
• এই রাত খুব পরিস্কার ও আকাশের তারাসমূহ দৃশ্যমান হয়| নবী করিম
সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেন “ মহিমান্বিত রাত একটি পরিস্কার
(নির্মল, মেঘমুক্ত, স্বচ্ছ) রাত্রি, এর চাঁদের আলোয় তারকারাজি উন্মোচিত
হয়|”(ইবনে হিব্বান)

পরবর্তী ভোরের কিছু লক্ষণ:

• লাইলাতুল ক্বদর এর পরবর্তী সকালের সূর্য “রক্তিম ও ন্বিস্তেজ”
হয়|(ইবনে খুজাইমাহ, সহীহ)
• সূর্যোদয়ের ব্যপারে নবী করিম সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম অন্য
এক হাদিসে বলেন সূর্যোদয় “শ্বেতবর্ণ ও রশ্মি বিহীন হয়”|(মুসলিম) রশ্মি
বিহীন কথাটি “যইফ” বা দুর্বল হাদিস হিসেবে ধরা হয়|

এ রাতে কি কি করা উচিত:

• নামাজ পরা, বেশী বেশী দোয়া করা
• কুরআন তিলাওয়াত করা
• আল্লাহর জিকির করা
• আল্লাহর ইবাদতে পুরোপুরিভাবে মগ্ন হয়ে যাওয়া
• অন্যদের প্রতি সহানুভুতিশীল হওয়া, সবার জন্য দোয়া করা
• মসজিদ এ রাত কাটালে পরিস্কার থাকা এবং খেয়াল রাখা যাতে নিজের কারণে
অন্যকারোর কোনো কষ্ট না হয়
• কারো সাথে অমার্জিত আচরণ না করা

কি কি করা উচিত নয়:
• কথাবার্তা বা অন্য কিছুতে মগ্ন হয়ে সময় নষ্ট করা
• পাপ কাজে লিপ্ত হওয়া
• ঘুমিয়ে সারারাত কাটিয়ে দেয়া
• মসজিদ অপরিস্কার করা ও মসজিদে গোলযোগ করা

আল্লাহ আমাকে ও আপনাকে এই রাতের পুরো মর্যাদা ও লাভ আদায়ের তৌফিক দান করুন|
আমীন|

No comments:

Post a Comment